ডিজিটাল ক্যামেরা ( digital camera ) webify-bd

ডিজিটাল ক্যামেরা Digital camara webify-bd.blogspot.com
ডিজিটাল ক্যামেরা 
আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র হচ্ছে ক্যামেরা।  এসময়ে খুব জনপ্রিয় হলো ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলোও কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে।

প্রথম দিকে গবেষণার কাজে বিশেষ করে মহাকাশ গবেষণায়  ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের ইনপুট যন্ত্র  হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরাই কম্পিউটার ইনপুট হিসেবে ব্যবহার করা যায়।

ডিজিটাল ক্যামেরাটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো হয়

একটি মন্তব্য পোস্ট করুন