ভারতের তেলেঙ্গানায় তরুণী এক পশু চিকিৎসককে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চারজন পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে।
হায়দরাবাদ পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ তাদের সঙ্গে নিয়ে শুক্রবার ভোরের দিকে ঘটনাস্থলে গিয়েছিল তদন্তের জন্য।
সেখানে গ্রেপ্তাররা অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় এবং তাতে চারজন নিহত হয় বলে পুলিশ কমিশনার ভি সি সাজানারের ভাষ্য।
![](https://https-d30fl32nd2baj9-cloudfront-net.0.freebasics.com/-t_5e0c6155dc905ebc872e47565a619b37df16c3fa-/media/2019/12/06/telangana-rape-encounter-061219-02.jpg/ALTERNATES/w300/telangana-rape-encounter-061219-02.jpg?iorg_service_id_internal=1462586827368018%3BAfoRsldFGEjJaTXj)
![](https://https-d30fl32nd2baj9-cloudfront-net.0.freebasics.com/-t_822ca2c355cf6d495fe8bbbe0ed2a7cc3c67e8ad-/media/2019/12/06/telangana-rape-encounter-061219-01.jpg/ALTERNATES/w300/telangana-rape-encounter-061219-01.jpg?iorg_service_id_internal=1462586827368018%3BAfoRsldFGEjJaTXj)
পরিবারের সদস্যদের পাশাপাশি নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছিল।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন